Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো হতাশা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে। দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তকে অবিশ্বাসমূলক পদক্ষেপ হিসেবে দেখছে।

এরই মধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, বিশ্বব্যাপী বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মার্কিন শুল্ক আরোপের হুমকি দক্ষিণ-পূর্ব এশিয়ার জোটটিকে ক্ষুব্ধ করেছে। আনোয়ার ইব্রাহিম বলেন, আসিয়ান দেশগুলোকে আন্তঃবাণিজ্য বৃদ্ধি, আঞ্চলিক একীকরণে বিনিয়োগ এবং বাইরের শক্তির ওপর কৌশলগত নির্ভরতা কমাতে হবে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ আলোচনায় যোগ দেবেন। মালয় ইউনিভার্সিটির পররাষ্ট্র, কৌশল ও নিরাপত্তা বিশ্লেষক কলিন্স চং ইউ কিট বলেন, মার্কিন নিরাপত্তা ছাতা ব্যবহার বন্ধ করে আসিয়ান দেশগুলোর উচিত অর্থনৈতিকভাবে চীনের দিকে ঘনিষ্ঠ হওয়া। 

পলিটিকো জানায়, ট্রাম্পের চিঠি পাওয়ার পর এশিয়ার দেশগুলোর কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এক কর্মকর্তা বলেন, ট্রাম্পের চিঠির ব্যাপারে আগে থেকে তাদের সতর্ক করা হয়নি। কূটনৈতিক নীতি অনুসরণ করা হয়নি। তাদের শঙ্কা, ট্রাম্পের পদক্ষেপ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে দেশটির দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করতে পারে।