
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌরসভার মহারং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক সাবেক পৌর মেয়র মফিজুলকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
গতবছর ৫ আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর পৌর মেয়র মফিজুল ইসলাম চান্দিনা মহারং এলাকায় আত্মগোপনে ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Comments