Image description

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সম্প্রতি খালেদ মহিউদ্দিনের একটি টক শোতে বলেছেন যে, তাঁর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা ধরে রাখতে চান—এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, "যদি ক্ষমতায় থাকতে চাইতাম, তাহলে বহু আগেই থাকতে পারতাম। আমার ওই ধরনের কোনো ক্ষমতায় থাকার ইচ্ছা নেই। যতটুকু সময় পেয়েছি, একদম সিনসিয়ারলি সাধারণ মানুষের জন্য, শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সঙ্গে মালিকরা যাতে শ্রমিকদের দেনা-পাওনা দিতে পারে, সেজন্য যতটুকু করার এর আগে কোনো শ্রমমন্ত্রী করেনি।"

নির্বাচন কবে হবে—এমন প্রশ্নে এই উপদেষ্টা বলেন, "প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে যে কথা বলেছেন, তার বাইরে আমার যাওয়ার কোনো উপায় নেই। উনি বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে। প্রথমে উনি বলছেন—এপ্রিলে। পরে বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে।" 

তিনি যোগ করেন, এই সিদ্ধান্ত অনেক বিবেচনা করে নেওয়া হয়েছে এবং সম্ভবত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি নিজেও এই সিদ্ধান্তের সঙ্গে থাকতে চান বলে জানান।

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোম্পানি বা যেই আসুক, সে কিন্তু বন্দর পরিচালনা করছে না। বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি, এখন যা আছে তাই। তারা শুধু অপারেট করবে। পাঁচটি টার্মিনাল অপারেট করবে কিছু বছরের জন্য।"

তিনি আরও বলেন, বিগত সরকারের সঙ্গে দুবাই পোর্টের একটি সমঝোতা হয়েছিল। কিন্তু সেই সমঝোতার জায়গায় তারা মাঝখানে একটি ভুল করে ফেলে। যা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল, সেটা সৌদি আরবকে দেওয়া হয়। 

দুবাই পোর্ট যখন প্রতিবাদ জানায়, তখন তাদের আশ্বাস দেওয়া হয় যে, যখন এনসিটির বর্তমান অপারেটর চলে যাবে, তখন তাদের এনসিটিতে দেওয়া হবে। পরে যখন দুবাই পোর্ট তাদের কাছে আসে, তখন বিস্তারিত আলোচনা হয়। দুবাই পোর্ট ৮৫টি দেশে ৮৫টি আন্তর্জাতিক পোর্ট অপারেট করছে, যা জাহাজ চলাচল, লজিস্টিকস এবং সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখে।