
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে তার ফ্ল্যাট থেকে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানান, আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকালে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর লাশ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ কর্মকর্তারা জানান, গত সাত বছর ওই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা আসগর। তার লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে আসলে তখন তারকার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানায়, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো লাশ। তার মানে ১৫ থকে ২০ দিন আগে হয়তো মারা গেছেন হুমাইরা আসগর।
পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, লাশটি পচন অবস্থায় এসেছে।
অভিনেত্রীর এক প্রতিবেশী জানান, ফ্ল্যাটের মালিক জানান হুমাইরা আসগর ভাড়া দিতে কালক্ষেপণ করছিলেন। পুলিশ মঙ্গলবার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তার লাশ দেখতে পান। ভবনের প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করতেন না তিনি। তার কোনো গাড়িও ছিল না।
উল্লেখ্য, বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।
Comments