Image description

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় ডাকাতের হামলায় ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে বিবিরবাগিচার ইত্যাদি গলির ৭৬/২/ই নম্বর পাঁচতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, বাড়িটি তাদের নিজস্ব। দ্বিতীয় তলায় থাকতেন তার বাবা-মা, আর তিনি নিজে থাকেন রায়েরবাগ এলাকায়। ভোররাতে বাসার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢুকে তাদের মারধর ও জিম্মি করে লুটপাট চালায়। পরে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে তিনি দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহত সালেহা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।