Image description

পাটগ্রাম থানায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ও থানায় হামলার ঘটনায় পলাতক আসামি বেলালসহসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত পাটগ্রামের লাজু, খাইরুল, মিজানুর, জুলফিকার ও বেলালকে গোপন অভিযান চালিয়ে পুলিশ ও আর্মস'র একটি দল গ্রেপ্তার করে। এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। 

জানা যায়, বুধবার (২ জুলাই) রাতে বুড়িমারী-রংপুর মহাসড়কে চাঁদাবাজের অভিযোগে সাজাপ্রাপ্ত বিএনপির দুই আসামিকে থানা চত্বর থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায় থানার ভিতরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ২৭'র অধিক আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করে পুলিশ। এসময় উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়। 

পরে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বিএনপির সংশ্লিষ্টতা নেই দাবি করে সংবাদ সম্মেলন করেন। যদিও পরবর্তীতে মামলার আসামি বিএনপি নেতা চপল, রাব্বিসহ বেশ কয়েকজনকে বহিস্কার করে বিএনপি। 

ঘটনার পরেরদিন পাটগ্রাম থানায় পরিদর্শনে এসে হামলাকারীদের ছাড় না দেওয়ার ষোষণা দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।