Image description

জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ। বিতরণ করা ঋণের ৩৫ শতাংশের বেশি খেলাপি। তাই, ব্যাংকের মতো, দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যা কমিয়ে আনা নয়, ঋণ দেওয়ায় অনিয়মের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নতুন নয়। পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম করেছে, পুরো খাত এখনও তার জের টানছে। পি কে হালদারের মালিকানা ও ব্যবস্থাপনায় ছিল, এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির হার সবচেয়ে বেশি। পাশাপাশি অনিয়ম-দুর্নীতির কারণে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ বেড়েই চলেছে।

অন্তত ১৫ থেকে ২০ টি আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা চরম নাজুক। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৯ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৫ শতাংশের বেশি। তিন মাসের ব্যবধানে বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। এমন অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক।