
স্ত্রী তালাক দেওয়ার দুই দিনের মাথায় অভিমান ও হতাশায় শামিম হোসেন (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে।
শামিম হোসেন ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার সংসারে ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৬ বছর বয়সী এক ছেলে আছে।
আত্মহননের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
শামিমের বোন রেনুকা খাতুন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে গোন্তা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামিম হোসেন উপজেলার ওপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলেও আছে।
সম্প্রতি বাড়ি করার জন্য প্রবাসী ভাই, শামিমের কাছে এক লাখ ৫০ হাজার টাকা পাঠান। যে টাকা শামিম তার স্ত্রী জান্নাতির কাছে রেখে দেন। আর জান্নাতি শামিমের ভাইয়ের পাঠানো ওই টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে স্বামী-স্ত্রীতে সপ্তাহ কালব্যাপী কলহ চলছিল।
আর কলহের জেরে গত বৃহস্পতিবার রাগ করে শামিমের স্ত্রী শামিমকে তালাক দেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রীবিহীন দুই ছেলে-মেয়ের ভবিষ্যৎ কেমন হবে? ভাইয়ের বাড়ি করার টাকার হিসাব কিভাবে দেবেন? এমন চিন্তায় পড়ে যান তিনি।
তার পরও স্ত্রীকে ফেরাতে রবিবার সকালে শামিম স্ত্রীর বাবার বাড়িতে যান। সেখানে গেলে স্ত্রী, শ্বশুর ও স্বজনরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে বাড়ি থেকে বের করে দেন।
পরে বাড়ি ফিরে শামিম সারা দিন না খেয়ে থেকে নিজ ঘরেই দরজা বন্ধ করে বিমর্ষ অবস্থায় সময় কাটান। পরে সন্ধ্যার দিকে বাড়ির লোকজন শামিমের কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করেন। এতেও তিনি কোনো সাড়া না দিলে স্বজনরা শোবার ঘরের দরজা ভেঙে দেখতে পান ঘরের আড়ার সাথে গলায় রশি প্যাঁচানো শামিমের মরদেহ ঝুলছে।
Comments