
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে যাওয়ায় সময় ট্রাকচাপায় দুই পা হারিয়েছেন সংবাদ পাঠিকা ও নাট্যশিল্পী মুনিবুন ফেরদৌস মনি (৩৫)। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরী হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুনিবুন ফেরদৌস মনি চৌধুরী সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহিউদ্দিন চৌধুরীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনি চৌধুরী সকালে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে সংবাদ পাঠের উদ্দেশ্যে তিনি তার ভাইয়ের মোটরসাইকেলে করে বেতারে যাচ্ছিলেন। পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট এলাকায় মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরেকটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে মনি চৌধুরী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের সহকর্মী ও স্বজনেরা সড়ক বিভাগকে দায়ী করছেন। তাদের মতে- সড়কে বড় বড় খানাখন্দ থাকায় এমন দুর্ঘটনা শিকার হয়েছেন মনি চৌধুরী।
ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাফিউল ইসলাম বলেন, শুধু সালন্দর নয়, ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বরাদ্দ না থাকায় মেরামত করা যাচ্ছে না। তবে সংস্কারের জন্য জেলার বেশ কয়েকটি সড়ক তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
Comments