Image description

প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকল না বেশিদিন। শেষমেশ ডিভোর্সের পর ‘মুক্তি’র আনন্দে দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক। ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়া এলাকায়।

বিচ্ছেদের পর এমন উদ্ভট ‘উৎসব’ ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ওই যুবক আরিফুল মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আরিফুল। পারিবারিক সম্মতিতে প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। প্রথমদিকে সংসার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন না যেতেই শুরু হয় কলহ।

আরিফুলের অভিযোগ, তার স্ত্রীকে নানাভাবে প্রভাবিত করতেন শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়ি। একসময় পরিস্থিতি এতটাই জটিল ওঠে যে, একসঙ্গে থাকা সম্ভব ছিল না-এই সিদ্ধান্তে পৌঁছান দু’জনেই।

সবশেষে ২১ জুন তাদের আইনি বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপরই ঘটে এ ঘটনাটি।

বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনে হঠাৎই আরিফুল ঘোষণা করেন, তিনি ‘মুক্ত’! এরপর বালতিতে করে দুধ এনে সবার সামনে বসেই গোসল করেন তিনি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ, যারা এমন দৃশ্য দেখে অবাক হন।

গোসল শেষে আরিফুল বলেন, ‘ভালোবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব।’

তরুণদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, ‘প্রেম করে বিয়ে করার আগে শুধু প্রেমিকা নয়, পরিবার-পরিবেশটাও একবার ভালো করে দেখে নিন।’