
নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই হামলা হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৭ শ্রমিক আহত হয়েছে। লুট করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল। হামলার খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও কারখানাটির কর্মকর্তারা জানায়, বেলা ১২টার দিকে হঠাৎ নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। সেখানে শ্রমিকদের ৬টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ড্রেজারের ৭ শ্রমিক আহত হয়। লুটপাটের পর হামলাকারীরা পুনরায় ট্রলারে করে চলে যায়।
নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানা সূত্রে জানা গেছে, ‘২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। যেখান থেকে ঘণ্টায় ২৫০ টন সিমেন্ট উৎপাদন হবে। কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেওয়ায় দিনেদুপুরে এমন হামলা হলো। হামলার পর থেকে সবার মধ্যে ভয়ভীতি কাজ করছে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Comments