Image description

বিশ্বের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের উৎস হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একটি নতুন গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী। 

আমেরিকার পেন স্টেট ইউনিভার্সিটির রায়ান থমসের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা গতকাল বুধবার পিএলওএস ক্লাইমেট সাময়িকীতে প্রকাশিত হয়। 

এতে তুলে ধরা হয়েছে, কীভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এর বৈশ্বিক কার্যক্রম জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখছে।

গবেষণায় বলা হয়, সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড থেকে কার্বন নির্গমন হয়। যেমন সামরিক ঘাঁটি রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ মহড়া, গবেষণা ও উন্নয়ন, এবং সেনা, সরঞ্জাম ও অস্ত্র পরিবহন। এসব অপারেশনের জন্য বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়, যার ফলে প্রচুর কার্বন নিঃসরণ ঘটে।

উল্লেখযোগ্যভাবে, সামরিক কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেন যে জলবায়ু পরিবর্তন জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। আগের গবেষণাগুলোতেও একটি দেশের সামরিক ব্যয় ও গ্রিনহাউস গ্যাস নির্গমনের মধ্যে সম্পর্কের কথা বলা হয়েছিল।

এই নতুন গবেষণার লেখকরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমালে জ্বালানি ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এমনকি এতে এটি কিছু ছোট দেশের বার্ষিক জ্বালানি ব্যবহারের সমান সাশ্রয় করতে পারে।

পিএলওএস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামরিক ব্যয় ও সরাসরি সামরিক জ্বালানি ব্যবহারের মধ্যে সম্পর্ক নিয়ে খুব অল্পই গবেষণা হয়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে, থমস এবং তাঁর সহকর্মীরা ১৯৭৫ থেকে ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় এবং প্রতিরক্ষা বিভাগের জ্বালানি ব্যবহারের প্রকাশ্য তথ্য নিয়ে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ করেন।