
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ৩টা ২০ মিনিটে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সাদবীর ইয়াছির আহসান এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়।
১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনে গত ৩ ডিসেম্বর মো. সাদিকুল ইসলাম রাব্বি নামের এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
Comments