Image description

চোরাই স্বর্ণের গহনা পরে স্ত্রী টিকটক করছিলেন। অভিনয় দেখে তাঁর স্বামী মো. সোহেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বামী মো. সোহেল মিয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামে।

দেবিদ্বার থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মো. সোহেল মিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার স্বর্ণের দোকান চিহ্নিত করে তাঁর সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিলেন। তার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তার স্ত্রী ওই চোরাই স্বর্ণের গহনা পরে টিকটক করছিলেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সোহেলসহ স্বর্ণচোরা চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।