
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কল কাজী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ মে) রাত ৮টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে নিজ বাড়িতে টেলিভিশনের ডিশ লাইনের তার লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহত আক্কল কাজী কুমরুল গ্রামের মৃত তাহের কাজীর ছেলে।
জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর জানান, মঙ্গলবার রাতে বজ্রবৃষ্টির সময় আক্কল কাজী তার বাড়ির টেলিভিশনের ডিশ লাইনের তার খুলে রেখেছিলেন। বৃষ্টি থেমে গেলে তিনি পুনরায় টিভিতে তারটি লাগাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments