
অর্থবছরের সাড়ে ১১ মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা। যা আগের অর্থবছরের চেয়ে ৫৭ শতাংশ বেশি। সরকারের অভ্যন্তরীণ ঋণ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত ১২ মে পর্যন্ত তফশিলি ব্যাংক থেকে সরকারের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ ঋণের পরিমাণ ছিল ৬৮ হাজার ৭০৬ কোটি টাকা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি মেটাতে ঋণ বৃদ্ধি এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি ব্যাংকঋণ বাড়িয়েছে।
Comments