Image description

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। গাজার উত্তর থেকে দক্ষিণে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান চলছে। আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির বরাতে এসব তথ্য দিয়েছে আজ রোববার।

বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত এবং সংরক্ষিত বাহিনী অপারেশন গিদিওনের উদ্বোধনী অভিযানের অংশ হিসেবে উত্তর এবং দক্ষিণ গাজা উপত্যকাজুড়ে একটি বৃহৎ আকারের স্থল অভিযান শুরু করেছে। এতে আরও বলা হয়, বিমান বাহিনী গাজায় ৬৭০ টিরও বেশি হামাস সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত বাহিনী কয়েক ডজন সন্ত্রাসীকে নির্মূল করেছে, ওপরে এবং ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে এবং গাজা উপত্যকাজুড়ে নিয়ন্ত্রিত এলাকা দখল করেছে।

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে একটি হাসপাতাল অবরোধ করেছে। তারা উপত্যকার অঞ্চল দখলের জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে। বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসা কর্মী এবং রোগীদের ওপর প্রচণ্ড গুলিবর্ষণ হয়েছে। রোগী, চিকিৎসা কর্মী এবং সেবা সামগ্রীর সরবরাহে বাধা দেওয়া হয়েছে।

বিবিসি লিখেছে, এই সপ্তাহে গাজায় কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান হামলাও দেখা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা উত্তর গাজার সন্ত্রাসী অবকাঠামোগত স্থানগুলোর বিরুদ্ধে লড়াই করছে, যার মধ্যে ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছাকাছি এলাকাও রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজা গভর্নরেটে তিনটি সরকারি হাসপাতাল এখন কার্যকলাপহীন। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৭ জন মারা গেছেন এবং ৩৬১ জন আহত হয়েছেন।