
টাইব্রেকারে প্রথম তিন শটের সবগুলোতেই গোল করে বাংলাদেশ। চতুর্থ শট নিতে আসা অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল পোস্টের ওপর দিয়ে বল মারেন। সালাহ উদ্দিন শাহেদের পঞ্চম শটটি ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক সুরাজ সিংহ।
ভারতের হয়ে সিংগামায়ুম শামির শট জালে জড়াতেই দুই রকমের দৃশ্য অবতারণা অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। ভারতীয়দের উচ্ছ্বাসের বিপরীতে শিশুর মতো কাঁদতে থাকেন মোর্শেদ আলী-নাজমুল হুদারা। পেনাল্টি শুট আউটে এগিয়ে থেকেও শেষ দুই শটে তালগোল পাকানো বাংলাদেশের যুবারা পারেনি চ্যাম্পিয়ন হতে।
রোববার (১৮ মে) অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এ সাফে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। নির্ধারিত ৯০ মিনিট খেলা ১-১ গোলে ড্র ছিল।
Comments