Image description

চুয়াডাঙ্গা দামুড়হুদায় ১৪ বছর বয়সি কিশোর রিশাদ আলীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার ছয়ঘরি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রিশাদ আলী ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের কাজি পাড়ায় রাস্তার পাশে স্থানীয় বাইতুল্লার ছেলে হযরত আলীর সাথে রিশাদ আলীর তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে হযরত আলী ধারালো হাসুয়া দিয়ে রিশাদের গলায় কোপ মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিশাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত হযরত আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের ধারণা, কথাকাটাকাটির জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে, তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।