Image description

ফ্যাসিবাদী শাসকের পলায়নের মাধ্যমে ফ্যাসিবাদ শাসনের অবসান হলেও কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (১২ মে) সংসদ ভবনের এল. ডি হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, একটি সমৃদ্ধশালী, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারকে একত্রিত করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন ভিন্নমত রয়েছে, তেমনি জাতি ও রাষ্ট্রের প্রয়োজনে এক ধরনের ঐক্যও বিদ্যমান। এর সবচেয়ে বড় প্রমাণ হলো, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং এর বিরুদ্ধে অসীম সাহস ও বীরত্ব দেখিয়েছে।

অধ্যাপক রীয়াজ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত বীরত্বের সবচেয়ে বড় অবদান হলো স্বাধীনতার পর প্রথমবারের মতো রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সকলে মিলে আলোচনা করার সুযোগ সৃষ্টি হয়েছে।

আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল মাজেদ আতাহারীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব মাওলানা হাফেজ আবু তাহের খান, অর্থ সচিব আলহাজ্ব আনোয়ারুল কবীর, দপ্তর সচিব মুফতি দীনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল সাইফ খান এবং নির্বাহী সদস্য আমীর জিহাদী উপস্থিত ছিলেন।