
সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির জেলা প্রশাসন। গতকাল শুক্রবার পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে এই কারফিউ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সীমান্তে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য, চোরাকারবারি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের সম্ভাবনা রয়েছে। যেহেতু পূর্ব জৈন্তিয়া জেলার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে সম্পূর্ণরূপে বেড়া দেওয়া নেই, তাই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের ঝুঁকি বেশি। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক এই সীমান্তে জড়ো হয়ে কার্যকলাপ চালাতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কারফিউ জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলমান থাকবে বলেও আদেশে বলা হয়।
এ বিষয়ে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, শোনা গেছে পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট রাত্রিকালীন কারফিউ জারি করেছে। তবে এ ব্যাপারে অফিশিয়ালি কোনো তথ্য এখনও আসেনি।
Comments