Image description

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারতে বাংলাদেশের আরও দুইটি সহ মোট ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। এই পদক্ষেপের ফলে ভারত থেকে চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না।

শনিবার (১০ মে) তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার ডিসমিস ল্যাব জানায়, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করা হয়েছে। নতুন করে সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলও একই কারণে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভেরিফায়েড এবং এদের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ৫ কোটি ৪২ লাখের বেশি।

ভারতের ভূ-অবস্থান থেকে এই টিভি চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে গেলে একটি বার্তা দেখাচ্ছে, যেখানে লেখা রয়েছে, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

এই বিষয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে এই পদক্ষেপের ব্যাখ্যা চাইবে। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশের অন্তত ৪টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যাঁরা এসব চ্যানেল নিয়মিত দেখেন, তাঁদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এমন কাজ কনজিউমার রাইটসের (ভোক্তা অধিকার) আন্তর্জাতিক নীতিবিরুদ্ধ বলেই প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব।’