Image description

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও পাকিস্তান উভয়েই অবিলম্বে পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছে। শনিবার সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (X) জানান যে ভারত ও পাকিস্তান অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরে রাজি হয়েছে।

ইসহাক দার তার পোস্টে উল্লেখ করেন, "পাকিস্তান সর্বদা এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সাথে কোনো আপস করেনি।"

অন্যদিকে, একই দিনে সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দেশটির অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, "স্থানীয় সময় শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।"

বিক্রম মিশ্রি আরও জানান, "পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় তিনটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।"

তিনি স্পষ্ট করে বলেন যে উভয় দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এই অস্ত্রবিরতির ঘোষণা দেন, যার পরপরই দুই দেশ পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করলো। এই আকস্মিক অস্ত্রবিরতির ঘোষণা দক্ষিণ এশিয়ার এই দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা ও বিবিসি