Image description

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে ফারুক হোসেন ও শাহিন আহমেদ নামের দুই ভাইয়ের প্রায় ৫২০টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে ফেলেছে  দুর্বৃত্তরা । রোববার দিনগত রাতে উপজেলার ঘোষনগর গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে । 

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকা গ্রামের পশ্চিমপাড়ার খয়বার মণ্ডলের ছেলে ফারুক ও শাহিন দুই বিঘা জমি বাৎসরিক ৫০ হাজার টাকা চুক্তিতে ইন্তাজ আলীর কাছ থেকে লিজ নিয়েছিলেন। এরপর তারা সেখানে ৫২০টি পেয়ারার চারা রোপণ করেন এবং গত এক বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগানটিকে ফল ধরার উপযোগী করে তোলেন। চলতি বছর গাছে ফুল ও ফল আসা শুরু হলেও রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানের সমস্ত গাছ কেটে ফেলে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেন জানান, প্রায় তিন লাখ টাকা খরচ করে তিনি এই পেয়ারা বাগান তৈরি করেছিলেন। গাছে ফুল ও ফল ধরায় তিনি লাভের আশা করছিলেন। তিনি বলেন, "আমার সাথে ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নেই। আমি কারো কোনো ক্ষতি করিনি। তারপরও দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে দিল। আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ভেঙে গেল।"

অপর কৃষক শাহিন আহমেদ বলেন, "আমরা দুই ভাই অনেক কষ্টে প্রতি বিঘা জমি ২৫ হাজার টাকায় লিজ নিয়েছিলাম। গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। বাগানে প্রচুর ফুল ও ফল এসেছিল। কিন্তু শত্রুতামূলকভাবে রাতের অন্ধকারে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দেওয়া হলো। এই ঘটনায় দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"