
বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মি. মাতিও পিয়ান্তিদোসি।
সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "তারা (ইতালি) বলেছেন, বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী। তারা আমাদের দেশ থেকে নতুন করে বৈধ পথে কর্মী নিতে আগ্রহী।"
অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টাকে নিরুৎসাহিত করে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আমরা তাদের বলেছি, এতদিন যারা এই পথে (অবৈধভাবে) গিয়েছে, তাদেরকেও যেন বৈধতা দেওয়া হয়।"
বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, "আমরা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সহযোগিতা বৃদ্ধির জন্য তাদের সঙ্গে আলোচনা করেছি।"
Comments