Image description

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাজ্য গঠনের জামায়াতে ইসলামীর প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটির জান্তা সরকার। জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের প্রস্তাবে জামায়াত মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে। 

থাইল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। চীন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। 

প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে অমানবিক পরিবেশে জীবন কাটাচ্ছে এবং মানবিক ত্রাণ এ সংকটের সমাধান নয়। 

তাহের বলেন, ‘এ জন্য আমরা আরাকান অঞ্চলে রোহিঙ্গাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটি স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাব দিয়েছি। চীন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ মিয়ানমারের সাথে তাদের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। তারা আমাদের এই প্রস্তাব নিজেদের সরকারের কাছে তুলে ধরবে এবং প্রাসঙ্গিক উদ্যোগ গ্রহণের চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন।’

আরাকানে রোহিঙ্গাদের জন্য ‘স্বাধীন রাজ্য’ চায় জামায়াতআরাকানে রোহিঙ্গাদের জন্য ‘স্বাধীন রাজ্য’ চায় জামায়াত
মিয়ানমারের জান্তা সরকার বলছে, এ ধরনের প্রস্তাব দেশটির সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে। 

রোহিঙ্গাদের ‘বাঙালি’ শরণার্থী হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদের ফেরত প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার তার অবস্থান স্পষ্ট করেছে। মিয়ানমার জান্তা সাধারণত রোহিঙ্গাদের ‘বাঙালি অনুপ্রবেশকারী’ হিসেবেই অভিহিত করে থাকে।

জান্তা সরকারের বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে জামায়াতের এই প্রস্তাব পুরো প্রক্রিয়াকে নষ্ট করে রাজনৈতিক সুবিধা গ্রহণের হীন প্রয়াস।