Image description

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে যে দু-তিনজনের নাম ছিল আলোচনার টেবিলে তাতে সবার উপরে ছিলেন লিটন দাস। ক্যারিয়ারে বেশ কয়েকবার বাংলাদেশকে নেতৃত্ব দিলেও এবারই প্রথম পাকাপাকিভাবে অধিনায়কত্ব পেলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন। 

এছাড়া টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদীকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। 

চলতি মাসেই বাংলাদেশ দল আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি- টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে নামার আগে প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আমিরাতে ১৭ ও ১৯ মে শারজায় হবে আমিরাতের সঙ্গে ম্যাচ দুটি। এরপর পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নামবে ২৫ মে। পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে হবে এই সিরিজটি। 

মোট ৭ ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।