Image description

সুনামগঞ্জের জামালগঞ্জে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবিদ আলীর ছেলে মো. সাকিবুর (৩২), মৃত সমসের আলীর ছেলে মো. জুনেল মিয়া (৩২) এবং আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।

থানা সূত্রে জানা যায়, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে এসআই পংকজ ঘোষ ও এএসআই রাজিব কুমার দেবের নেতৃত্বে পুলিশের একটি দল সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর হাজিপাড়া গ্রামের পাশে রক্তি নদীতে অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১৬৮ বোতল (৩৭৫ এমএল) ও ৯৬ বোতল (১৮০ এমএল) সহ মোট ২৬৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ জব্দ করা হয় এবং ওই নৌকায় থাকা তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামিদের আদালতে পাঠানো হবে। ওসি সাইফুল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি যতদিন এই থানায় কর্মরত থাকবেন, ততদিন চোরাকারবারি, মাদক, গাঁজা ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।