Image description

ফেনীর দাগনভূঞায় পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে।

এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই বাড়ির বাসিন্দা মোহাম্মদ ফয়সাল জানান, দুটি শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার দুপুরে দিকে সবাই যখন জুমার নামাজে চলে যান, তখন তারা বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে খোঁজাখুঁজির পর পুকুরঘাটে তাদের জুতো দেখতে পেয়ে সবাই পানিতে খুঁজতে থাকে। পরবর্তীকালে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ শিশু দুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।