তালাবদ্ধ ঘর থেকে গার্মেন্টস কর্মীর গলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে ) বিকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে আখাউড়া থানা পুলিশ পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত তোফাজ্জল হোসেন দেবগ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করতেন।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, প্রতিবেশীরা কয়েক দিন ধরে তোফাজ্জলের ঘরের দরজা বন্ধ দেখতে পান। শনিবার দুপুর থেকে ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহটি পচে-গলে পোকা ধরে গেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় অন্য কোনো রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Comments