Image description

আন্তর্জাতিক বাজারের নিম্নমুখী প্রবণতার প্রভাবে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৭০ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুণতে হবে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে। 

এদিকে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায়, শুক্রবার এশিয়ার বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এফএক্সস্ট্রিটের তথ্য অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২৩৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়ার কারণে বিশ্ববাজারে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। এর ফলস্বরূপ, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ যেমন শেয়ার বাজারের দিকে ঝুঁকছেন। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি তাদের আগ্রহ কিছুটা কমেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তার প্রশাসন ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির দিকে অগ্রসর হচ্ছে।

পাশাপাশি, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের সঙ্গে আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে। এই ইতিবাচক খবরে বিশ্ববাজারে স্বস্তির বাতাস বইছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো মনে করেন, বাজার এখন বিশ্বাস করছে যে বাণিজ্য সংক্রান্ত উত্তেজনা হ্রাস পাচ্ছে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণ নিয়ে যে উদ্বেগ ছিল, তাও কমে এসেছে। এই কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে যাওয়াই স্বাভাবিক।