Image description

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ফরিদ আলী মোল্লা (৪২) এবং সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী টিঅ্যান্ডটি এলাকায় সমবেত হন। শান্তিপূর্ণ মিছিল চলাকালে এজাহারভুক্ত ৪৪ জনসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি আগ্নেয়াস্ত্র, দেশীয় পিস্তল, রিভলভার, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার পাইপ, এসএস পাইপ ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি লাঠিপেটা করে, ককটেল নিক্ষেপ করে এবং গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

এই ঘটনায় গত ২৬ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত হিসেবে বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাদের রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।