মজুরি বাস্তবায়নে গড়িমসি, মে দিবসে চামড়া শিল্প শ্রমিকদের হুঁশিয়ারি

সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগরীতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ট্যানারির শ্রমিকেরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার ঘোষিত ১৮ হাজার ১ টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচটি গ্রেডভিত্তিক নতুন মজুরি কাঠামো এখনও বাস্তবায়ন হয়নি। ছয় মাস পেরিয়ে গেলেও মালিকপক্ষ তা কার্যকর না করায় শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ট্যানারি শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, “প্রায় ছয় মাস আগে সরকার যে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, তা এখনো বাস্তবে পরিণত হয়নি। এতে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। বারবার কর্মবিরতি, বিক্ষোভ করেও দাবি আদায় হয়নি। আজ মহান মে দিবসে আমরা আবারও সরকার ও মালিকপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে ঘোষিত ন্যায্য মজুরি বাস্তবায়ন করুন।”
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে আরও কালক্ষেপণ হলে শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ট্যানারি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতা ও বিভিন্ন কারখানার শ্রমিকরা।
Comments