
ময়মনসিংহের মুক্তাগাছায় গভীর রাতে মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে শাশুড়ি খুন হয়েছেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১ মে) উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
নিহত ফজিলা খাতুন (৪৫) স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মনির মিয়ার সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এরপর মনির বাড়ি থেকে বেরিয়ে যান এবং আনুমানিক রাত আড়াইটার দিকে ফিরে এসে তার চার বছর বয়সী ছেলে রোহানকে জোরপূর্বক নিয়ে যেতে চান। এ সময় তার স্ত্রী ও শাশুড়ির সাথে পুনরায় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মনির তার হাতে থাকা ছুরি দিয়ে প্রথমে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিতে গেলে মনির তাকেও ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। স্ত্রী রুমা আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে থাকায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।"
Comments