Image description

জুনেই ব্রাজিলের ডাগআউটে আসছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। মঙ্গলবার দ্য অ্যাথলেটিক, স্কাই কিংবা ইএসপিএনের মতো ক্রীড়া দুনিয়ার বড় সব নাম নিশ্চিত করেছিল, ব্রাজিলের পরের কোচ হচ্ছেন আনচেলত্তি। নতুন খবর বলছে, ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির চুক্তি পুরোপুরি ভেঙে পড়েছে।

ঠিক কী কারণে এই চুক্তিতে ভাঙ্গন ধরেছে, সে নিয়ে আছে নানা মন্তব্য। স্প্যানিশ দুই গণমাধ্যম মার্কা এবং রেলেভো হাজির করেছে ভিন্ন ভিন্ন দুই কারণ। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সুর মিলিয়েছে মার্কার সঙ্গেই। আবার ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো কাঠগড়ায় দাঁড় করিয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিন্ন ভিন্ন এই কারণের ভিড়ে বড় খবর, হয়ত আনচেলত্তি সত্যিই যাচ্ছেন না ব্রাজিলের কোচ হতে। 

স্প্যানিশ ফুটবলে বড় নাম মার্কা। তাদের ভাষ্য, শেষ সময়ে ব্রাজিলের চেয়েও বড় অঙ্কের প্রস্তাব পেয়েছেন কার্লো আনচেলত্তি। আর সেটা এসেছে ফুটবল দুনিয়ায় আতঙ্ক হয়ে ওঠা সৌদি আরবের কাছ থেকে। বিশ্বের নামী সব লিগ থেকে উচ্চ মূল্যে খেলোয়াড়দের নিয়ে আসা সৌদি লিগ এবার চোখ দিয়েছে কার্লো আনচেলত্তির দিকে। মার্কার ভাষ্য অনুযায়ী, মাল্টি-মিলিয়ন ডলারের প্রস্তাব আছে তাদের পক্ষ থেকে। যেখানে প্রতি মৌসুমে ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার পারিশ্রমিক পাবেন ইতালিয়ান এই কোচ। 

সেই সঙ্গে আরও একটা গুঞ্জন সামনে এনেছে এই গণমাধ্যম। তাদের ভাষ্য, রিয়াল মাদ্রিদ শেষ সময়ে বাধা দিচ্ছে এই চুক্তিতে। যেখানে বলা হচ্ছে, ক্লাব বিশ্বকাপের আগে আনচেলত্তিকে ছাড়তে চায় না লস ব্লাঙ্কোসরা। আর এখানেই আপত্তি আছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের। চুক্তি প্রস্তাবের শুরু থেকেই ব্রাজিলের শর্ত ছিল, জুন থেকেই ডাগআউটে আসতে হবে আনচেলত্তিকে। 

এই তত্ত্বের বড় সূত্র মাদ্রিদভিত্তিক গণমাধ্যম রেলেভো। তাদের খবরে প্রকাশ, ব্রাজিলের চাওয়া অনুযায়ী জুনেই আনচেলত্তিকে ছাড়তে নারাজ রিয়াল মাদ্রিদ। বিশেষ করে লন্ডনে ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির সাক্ষাৎ করতে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে না তারা। তখনই ২০২৬ পর্যন্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দেয়া হয় এই কোচকে। জানানো হয়, ক্লাব বিশ্বকাপেও রিয়ালের ডাগআউট সামাল দিতে হবে তাকেই। 

প্রায় একই সুর টেনে রিয়াল মাদ্রিদের দিকে অভিযোগের তির নিশানা করেছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো। তাদের বক্তব্য অনুযায়ী, ব্রাজিল এবং আনচেলত্তির মধ্যে চুক্তি পুরোপুরি ভেস্তে গিয়েছে। এই জন্য দায় রিয়ালের ঘাড়েই চাপিয়েছে গ্লোবো। 

দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, ক্লাব ছাড়লেও চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত পুরো পারিশ্রমিক দেয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু শেষ সময়ে এমন কিছুতে অস্বীকৃতি জানান রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ। এরপরেই কার্লো আনচেলত্তিও অনেকটা সরে আসেন ব্রাজিলের কোচের প্রস্তাবনা থেকে। 

শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির এই সরে যাওয়ার ফলে ব্রাজিলের কোচের ভূমিকায় কে আসবেন, সেটা নিয়ে আলোচনা আরেকদফা জমে উঠেছে। এবারে সবার চেয়ে এগিয়ে আছে সৌদি ক্লাব আল-হিলালের পর্তুগিজ কোচ হোর্হে হেসুসের নাম। তবে, যে নাটকীয়তা শুরু হয়েছে সেলেসাওদের কোচ নিয়োগ কেন্দ্র করে, সেটাও সহসা শেষ হচ্ছে না বলেই মত অনেকেরই।