Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ বীরপাক্ষ মন্দির সংলগ্ন পাহাড় থেকে অজ্ঞাত (৪০) বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (৩০ এপ্রিল) বুধবার দুপুরের দিকে উপজেলার পৌর সদরস্থ সনাতন ধর্মাবলম্বীদের চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে অবস্থিত বীরপাক্ষ মন্দির সংলগ্ন দুইশত গজ দক্ষিণে পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর। 

নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী বলে প্রাথমিক ভাবে জানা যায়। 

থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,দুপুরে পাহাড় থেকে জুম চাষিরা নিচে নামার সময় পাহাড়ের পাদদেশ সংলগ্ন দোকানের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দোকানিকে জানালে তিনি তাৎক্ষণিক তা স্রাইন কমিটির সহকারী ব্যবস্থাপনা কর্মকর্তা তুষার চক্রবর্তীকে জানান। পরে তিনি বিষয়টি ফায়ার সার্ভিস ও সীতাকুণ্ড থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। 

তিনি আরো জানান,মন্দির সংলগ্ন পাহাড়ের পাশ থেকে উদ্ধার করা মরদেহটি সনাতন ধর্মাবলম্বী যুবকের বলে ধারণা করছেন তিনি। তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।