Image description

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহ'র কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বিস্ফোরক মন্তব্য করে বলেছেন যে,জয় শাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছানুযায়ী কাজ করেন এবং ভারতের গণমাধ্যমের আচরণ ‘হাস্যকর’।

আফ্রিদি তার সাক্ষাৎকারে সরাসরি অভিযোগ করেন,‘মোদি সরকার যা বলে,বাছবিচার না করে সেটাই করেন জয় শাহ। ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করাই যেন তার দায়িত্ব হয়ে গেছে।’ তার মতে,জয় শাহ তার নিজের স্বাধীন মতামত বা দায়িত্বের চেয়ে ভারতীয় সরকারের নির্দেশকেই বেশি প্রাধান্য দেন।

ভারতশাসিত পেহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আফ্রিদি। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করেছেন যে ভারত কোনো কিছু না ভেবেই সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে। ভারতের মিডিয়াও একই কাজ করছে। আফ্রিদি বলেছেন, ‘তারা (ভারতের গণমাধ্যম) মৃতকে জীবিত করে তোলে, আবার যে মরে গেছে তাকেও জাগিয়ে তোলে। বলিউডও আছে এই তালিকায়।’

আফ্রিদি দাবি করছেন, তারা যখন ভারতে ১৯৯৯ সালে সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন ব্যাঙ্গালুরুতে তাদের ওপর হামলা হয়েছিল। আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করণীয় নিয়েও পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তার মতে, পিসিবির উচিত তাদের লবিং আরও শক্তিশালী করা এবং আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা।

আফ্রিদি ক্রিকেটকে রাজনীতির ঊর্ধ্বে রাখার পক্ষে মত দেন। পাকিস্তানের এই অলরাউন্ডারের মতে,ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা। খেলাধুলাকে দ্বন্দ্বের কারণ না বানিয়ে,সম্পর্কের সেতুবন্ধন গড়তে ব্যবহার করা উচিত।