Image description

হত্যার হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতের কোচকে মেরে ফেলার হুমকি দিয়ে দুটি বার্তা দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন। এমনটিই জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।

বার্তায় লেখা ছিল, ‘আমি তোমাকে খুন করব।’ প্রথমটি দুপুরে আর দ্বিতীয়টি সন্ধ্যার দিকে পাঠানো হয়। ভারতের সাবেক ওপেনার যেদিন বার্তা পান সেদিনই কাশ্মীরের পেহেলগামে ২৬ জন ব্যক্তি নিহত হন সন্ত্রাসীদের হামলায়।

মৃত্যুর হুমকি পাওয়ার পর দ্রুতই রাজধানী দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানান গম্ভীর।

তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) হার্শা বর্ধন। তিনি বলেছেন, ‘ইমেলের মাধ্যমে হত্যার হুমকি পাওয়া গম্ভীরের বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।’ সঙ্গে তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি।

এবারই প্রথম হুমকি পেয়েছেন গম্ভীর এমনটা অবশ্য নয়, আগেও পেয়েছেন তিনি। ২০২১ সালে তখন বিজেপির সংসদ সদস্য ছিলেন তিনি। গত মঙ্গলবার নিহতের ঘটনায় ৪৩ বছর বয়সী কোচ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘হতাহত হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা। চরম মুল্য দিতে হবে দায়ীদের।’