
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও নৃত্য পরিচালক ধনশ্রী ভার্মার দাম্পত্য জীবনের অবসান ঘটল। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করে। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন, এবার পুরোপুরিভাবে আলাদা হলেন।
বিচ্ছেদের পরপরই ধনশ্রী ইনস্টাগ্রামে একটি মিউজিক ভিডিও শেয়ার করেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। গানের লিরিক্স ও দৃশ্যে স্পষ্টভাবে উঠে এসেছে টক্সিক সম্পর্ক, প্রতারণা ও মানসিক কষ্টের ইঙ্গিত।
সেই গানে বলা হয়েছ-'প্রিয়জনকে অন্য কারও বিছানায় দেখে ফেলেছি, শরীর-মন জুড়ে ক্ষত দেখেছি।' স্বাভাবিকভাবেই অনেকে মনে করছেন, এটি ধনশ্রীর পক্ষ থেকে চাহালকে উদ্দেশ্য করেই একটি বার্তা।
অন্যদিকে, বিচ্ছেদের দিন চাহালকে দেখা যায় একটি ইঙ্গিতপূর্ণ টি-শার্ট পরে কোর্টে আসতে। তার জামায় লেখা ছিল-'নিজেই নিজের সুগার ড্যাডি হও!' সেই ছবিও এখন ভাইরাল।
এই ডিভোর্স ঘিরে কিছুদিন আগে শোনা যায়, খোরপোষ হিসেবে ধনশ্রী নাকি ৬০ কোটি রুপি দাবি করেছেন! যদিও পরে জানা যায়, চাহাল তার প্রাক্তন স্ত্রীকে ৪ কোটি ৭৫ লাখ রুপি খোরপোশ দেবেন।
Comments