Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পূর্বপাড়া এলাকায় মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৪২), যিনি কৃষি কাজ করতেন। ঘটনার পর থেকে তার ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক।

এলাকাবাসী জানান, সকালে ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে একটি হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে মাহবুব গুরুতর আহত হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ইয়াসিন মাদকাসক্ত ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।