Image description

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তরুণ কুমার ঘোষ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা হিন্দু মহাজোটের সভাপতি অঘোর কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রমেশ ঠাকুর, দশরথ ঠাকুর, সুবাস ঘোষ, অলোক পদ্দার, ব্যাংকার বিমল জয়ধর, কৃষ্ণ পদ দাসসহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, “৫ই আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে আমাদের সম্প্রদায়ের উপর বারবার হামলা, ভাংচুর ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও কিছু অসাধু রাজনৈতিক নেতার ইন্ধন রয়েছে।” 

তরুণ কুমার ঘোষ আরও বলেন, “দেশের বড় বড় রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত হয়নি। এমনকি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সব দলই ক্ষমতায় থাকলেও সংখ্যালঘুদের দুর্দশা অব্যাহত রয়েছে। এ অবস্থায় শুধু জামায়াতে ইসলামী কখনও রাষ্ট্রক্ষমতায় না থাকলেও তারা অন্তত কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা বলে, যেখানে মানবতার শিক্ষা রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা বিশ্বাস করি, কোনো ধর্মই অন্য ধর্মের বা মানবতার ক্ষতি চায় না।” 

বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলার বিচার, মিথ্যা মামলার প্রত্যাহার এবং হিন্দু সম্প্রদায়ের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।