Image description

সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করেছে, যা প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সর্বশেষ ঘাঁটি ছিল। শুক্রবার এক বিবৃতিতে বাহিনীটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দুই বছরের লড়াইয়ের পর এই পুনরুদ্ধার সেনাবাহিনীর জন্য একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সেনারা প্যালেসের ভেতরে অবস্থান করছে। এক সুদানি সেনা কর্মকর্তা ভিডিওতে ঘোষণা দেন যে সেনারা এখন প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়,সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তাঁর সাবেক ডেপুটি ও সশস্ত্র গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের ( আরএসএফ) কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু বৃহত্তর খার্তুম অঞ্চল থেকেই ৩৫ লাখের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। 

এই সংঘাত সুদানকে দুই ভাগে বিভক্ত করেছে। উত্তর ও পূর্ব অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পশ্চিম ও দক্ষিণের বেশির ভাগ এলাকা আরএসএফের দখলে। সুদানের নিয়মিত সেনাবাহিনী দীর্ঘদিন লড়াইয়ে পিছিয়ে ছিল।  কিন্তু সম্প্রতি  আরএসএফের কাছ থেকে দেশের কেন্দ্রস্থলে কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে। ওই দিকে আরএসএফ যে অঞ্চলগুলো দখলে সেসব অঞ্চলে নিজেদের সরকার পরিচালনা করছে। 

সুদানের সেনাবাহিনী জানায়, তারা প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাও দখলে নিয়েছে। 

২০২৩ সালে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়েছিল আরএসএফ। 


মানবকণ্ঠ/আরআই