Image description

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ মে) ভোররাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় এক ব্যক্তি আগুন লাগার খবর দিলে ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে ডিজিটাল সেন্টারে আগুনের লেলিহান শিখা বিস্তার লাভ করে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন জানান, অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারি পুড়ে গেছে। তিনি আরও জানান, ডিজিটাল সেন্টারের কক্ষের সামনের ও পেছনের দুটি জানালা খোলা ছিল, যা সাধারণত বন্ধ থাকার কথা। এই অস্বাভাবিক পরিস্থিতি আগুন লাগার ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া জানান, খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান গত ১৩ মার্চ থেকে পরিষদে অনুপস্থিত রয়েছেন এবং তার অপসারণের দাবিতে স্থানীয়রা আন্দোলন করছেন। গত ১৮ মার্চ এ বিষয়ে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।