
বৈদিক যুগের অপর একটি জাতি নিষাদরা ছিল অনার্য। নিষাদরা গ্রামাঞ্চলে বা বনে-জঙ্গলে বাস করত। কোনো কোনো ইতিহাসবিদ বর্তমানকালের ‘ভিল’ নামে উপজাতি গোষ্ঠীকে বৈদিক যুগের নিষাদ জাতির সঙ্গে অভিন্ন বলে মনে করেন।
নিষাদরা খাদ্য-উৎপাদনকারী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। কেননা, তারা নিজেরা চাষবাস করত না। প্রধানত বনে-জঙ্গলে পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। গ্রামে কৃষিজমিতে বন্য পশুপাখির উৎপাত হলে তাদের হত্যা করে কৃষিকে রক্ষা করাই ছিল তাদের প্রধান কাজ। তারা বনের ফলমূল ও পশুপাখির মাংস খেয়ে বেঁচে থাকত। এজন্য তাদের অনেকটা খাদ্যসংগ্রহকারী মানুষ হিসেবে চিহ্নিত করা যায়।
ধর্ম-ভাবনা: নিষাদরা অনার্য হওয়ায় তাদের সমাজে বৈদিক ধর্মচর্চার কোনো প্রশ্নই ছিল না। তারা নিজেদের প্রাচীন উপজাতীয় জীবনের ধর্মকেই পালন করত এবং নিজেরাই ছিল নিজ-সমাজের শাসক। পরবর্তী বৈদিক যুগে ব্রাত্য ও নিষাদদের শূদ্র বর্ণের সঙ্গে যুক্ত করা হয়। অবশ্য সমাজে তাদের স্থান হয় শূদ্রদের চেয়েও নিচে। অপবিত্র ও অস্পৃশ্য হিসেবে পরিগণিত এই জাতি দুটি ‘চণ্ডাল’ নামে পরিচিত হয়।
মানবকণ্ঠ/এফআই
Comments