
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি আদায়ে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার সকালে ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির মুহাম্মাদ মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির বিস্তারিত
১৮ সেপ্টেম্বর: ঢাকায় বিক্ষোভ মিছিল।
১৯ সেপ্টেম্বর: বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল।
২৬ সেপ্টেম্বর: জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।
মামুনুল হক বলেন, তাদের পাঁচ দফা দাবি কেবল রাজনৈতিক অংশগ্রহণ নয়, বরং জনগণের অধিকার ও ন্যায়পরায়ণতার সঙ্গে সম্পর্কিত। এই দাবিগুলো একটি অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।
খেলাফত মজলিসের পাঁচ দফা দাবি:
জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করা।
'ফ্যাসিবাদের' দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি করা।
জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
সংসদের উচ্চকক্ষে সংখ্যানপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন করা।
এই ঘোষণার ফলে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে খেলাফত মজলিসের যুগপৎ আন্দোলনের খবর নিয়ে সৃষ্ট ধোঁয়াশা আরও বেড়েছে। এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়ার খবরকে 'বিভ্রান্তিকর' মন্তব্য করে নাকচ করে দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
Comments