
পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ এলাহী (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ নাগদাহ গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত এলাহী ঐ গ্রামের মোঃ বিল্লালের ছেলে।
আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার পরে এলাহি এবং তার বন্ধু সাব্বির নাগদাহ গ্রামে মসজিদের পাশে ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছিলো।
এ সময় হঠাৎ করে অরিন (২৪) নামের এক যুবক মাদকাসক্ত অবস্থায় মোটরসাইকেল থামিয়ে এলাহী ও তার বন্ধু সাব্বিরকে কাছে
ডেকে অতর্কিত হামলা করে ধাক্কা দিয়ে সাব্বিরকে ফেলে দেয় এবং ধারালো ছুড়িকাঘাতে এলাহির মাথা এবং কপালে গুরুতর জখম করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে এলাহী ও তার বন্ধু সাব্বিরের চেচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হলে এলাহিকে অটো ভ্যান যোগে আটঘরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথা এবং কপালে সেলাই করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত সদর হাসপাতালে রেফার করেন ।
ছিনতাইকারী অরিন (২৪) একই উপজেলার একই ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আবু তালেব এর ছেলে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে ফলে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর, নেশাদ্রব্য বিক্রি শুরু হয়েছে। যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আটঘরিয়া থানার (ওসি) মো: শফিকুজ্জামান জানান, ভুক্তভোগী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।
Comments