
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে দর্শকদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দুবাই পুলিশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাই-ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।
মূল নির্দেশনাগুলো-
ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খোলা হবে। দর্শকদের বৈধ টিকিট দেখাতে হবে।
স্টেডিয়ামের বাইরে এলোমেলোভাবে গাড়ি পার্ক করা যাবে না, নির্ধারিত পার্কিং এলাকা ব্যবহার করতে হবে।
একবার স্টেডিয়াম থেকে বের হলে পুনরায় প্রবেশের কোনো সুযোগ থাকবে না।
পুলিশ দর্শকদের খেলাধুলার প্রতি শ্রদ্ধাশীল এবং সংযুক্ত আরব আমিরাতের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে।
দুবাই পুলিশের অপারেশন বিভাগের সহকারী প্রধান মেজর জেনারেল সাইফ মাহর আল মাজরুই জানিয়েছেন, ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত। যে কোনো ধরনের নিয়মভঙ্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কঠোর শাস্তির বিধান-
ইউএই-এর আইন অনুযায়ী, নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
অনুমতি ছাড়া স্টেডিয়ামে প্রবেশ বা নিষিদ্ধ বস্তু বহন করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫,০০০ থেকে ৩০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।
সহিংসতা, দর্শকদের দিকে কিছু নিক্ষেপ, বা অশালীন/বর্ণবাদী ভাষা ব্যবহার করলে ১০,০০০ থেকে ৩০,০০০ দিরহাম জরিমানা ও কারাদণ্ড হতে পারে।
স্টেডিয়ামে যেসব জিনিস বহন করা যাবে না, সেগুলোর মধ্যে রয়েছে-
রিমোট-নিয়ন্ত্রিত ডিভাইস, পোষা প্রাণী, বিষাক্ত পদার্থ, পাওয়ার ব্যাংক, আতশবাজি, লেজার পয়েন্টার, কাঁচের জিনিসপত্র, সেলফি স্টিক, ছাতা, ধারালো বস্তু, ধূমপানের সামগ্রী, বাইরের খাবার ও পানীয়, এবং বড় ব্যানার বা পতাকা।
Comments