
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ পদগুলোতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে এই অপ্রত্যাশিত সাফল্যের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো।"
তিনি আরও বলেন, "আমরা সারা দেশে কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব।"
জাহিদুল ইসলাম তার বার্তায় 'স্বপ্নের ক্যাম্পাস গড়ার' প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন যে তারা 'থামবেন না'। তার পোস্টে তিনি 'প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ' বলেও উল্লেখ করেন।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে: সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদ ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট।
জিএস পদে: এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট।
এজিএস পদে: মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।
এছাড়াও, বিভিন্ন হলের ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ হলে এগিয়ে ছিলেন, তবে জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদল এবং জিএস পদে বাম সমর্থিত প্রার্থীরা এগিয়ে ছিলেন।
Comments