Image description

গত বছরের শেষ দিকে মাদককাণ্ডে নাম জড়ানোর অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি এক পডকাস্ট শো-তে তিনি জানান, এই ভিত্তিহীন সংবাদের কারণে তার ব্যক্তিগত জীবন ও কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়েছিল।

সাফা কবির বলেন, যখন তিনি প্রথম এই খবর দেখেন, তখন তিনি সম্পূর্ণ হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি প্রশ্ন তোলেন, কোনো প্রমাণ ছাড়া কীভাবে এমন খবর প্রকাশ করা সম্ভব। তিনি বলেন, এর ফলে তার এবং তার সঙ্গে থাকা অন্য অভিনেত্রীদের জীবনে কী প্রভাব পড়বে, সে বিষয়টি কেউ চিন্তা করেনি।

তিনি আরও বলেন, "না জেনে কারও সম্পর্কে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যেমন ঠিক নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়।" সাফা মনে করেন, এ ধরনের হুজুগে মন্তব্য করার আগে একবারও ভাবা উচিত, এর কারণে একজন মানুষের পরিবার এবং কর্মজীবনে কী প্রভাব পড়তে পারে।

মাদককাণ্ডের খবরটি ছড়িয়ে পড়ার পর সাফা কবিরের কাজ কমতে থাকে। একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি হওয়ার কথা থাকলেও খবরটির কারণে সেটি বাতিল হয়ে যায়। সিনিয়র শিল্পীরাও তার সঙ্গে কাজ করতে চাইছিলেন না। তিনি বলেন, "আমার কাছে তো প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া।" তবে এমন কঠিন পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুকে পাশে পেয়েছিলেন, যা তাকে পরিস্থিতি সামলে নিতে সাহায্য করেছে।