গণসংযোগে উৎসবমুখর ৩০ নম্বর ওয়ার্ড, দাঁড়িপাল্লায় আস্থার বার্তা দিলেন হোসেন আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় তিনি নীলেরপাড়া, কানাইয়া, বাঙ্গালগাছ, বালুচাকলি এলাকায় ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।
এছাড়া তিনি নীলেরপাড়া স্কুল, কানাইয়া স্কুল, কানাইয়া বাজার, বাঙ্গালগাছ বাজার, বালুচাকুলি কওমি মাদ্রাসা ও নীলেরপাড়া কওমি মাদ্রাসায় পথসভায় অংশ নেন।
পথসভায় তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই আগামীর পথচলা সম্ভব, তাই জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই হবে তার প্রধান অঙ্গীকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানান। তিনি বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান, সদর থানা নায়েবে আমির মোহাম্মদ জালাল উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভাগুলোতে এলাকাবাসীর উচ্ছ্বসিত উপস্থিতি প্রমাণ করে, জনগণের হৃদয়ে তিনি ইতোমধ্যেই আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
Comments